015
৪জি হল ৪র্থ প্রজন্মের ব্রডব্যান্ড সেলুলার নেটওয়ার্ক যা সর্বোচ্চ গতির ইন্টারনেট ব্রাউজিং-এর অভিজ্ঞতা দেয়।
৪জি পেতে হলে নিম্নোক্ত শর্তগুলো পূরণ করতে হবেঃ
আপনার সিম ৪জি সেবা পাওয়ার জন্য উপযুক্ত কী না তা জানতে chk লিখে SMS করুন 157 নাম্বারে
3G থেকে 4G সিমে মাইগ্রেট করতে হলে “4G” লিখে সেন্ড করুন 111 নাম্বারে।
প্রাথমিকভাবে গুলশান, নিকেতন, বারিধারা, বনানী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট রমনা, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, ফার্মগেট ও ধানমণ্ডী এলাকায় ৪জি পাওয়া যাচ্ছে। শীঘ্রই সারাদেশে ৪জি সেবা চালু হবে।
নেটওয়ার্ক ক্যাপাসিটির উপরে স্পিড নির্ভর করে। সাধারণত আপ্লোড স্পিড ১৫ Mbps ও ডাউনলোড স্পিড ৪০ Mbps পাওয়া যাবে।