যে কারণে যোগ দেবেন টেলিটকে

আমাদের লক্ষ্যই দেশের আপামর জনসাধারণকে উন্নত টেলিকমিউনিকেশন সেবা দেয়া, আর এ লক্ষ্যে আমাদের প্রয়োজন যোগ্য মানুষদের। দৃঢ় মনোবল, একনিষ্ঠ ও আত্মপ্রত্যয়ী ব্যক্তিরাই এ ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। আমাদের বিশ্বাস এখানকার কাজের পরিবেশ তাদের সাহায্য করবে ব্যক্তিগত ও কোম্পানির লক্ষ্য পূরণে।

টেলিটকে চাকরি মানে শুধু কাজ করাই নয়, এর বাইরেও আপনি এখানে অনেক কিছু পাবেন। অন্যান্য সকল সুযোগ-সুবিধার পাশাপাশি টেলিটক দেয় আত্মিক উন্নয়নের সুযোগ। এ পরিবেশে আপনি আরও পাবেন স্বাধীনভাবে কাজ করার সুযোগ, নেতৃত্ব দেয়ার মনোভাব অর্জনে সাহায্য ও লক্ষ্য পূরণের উৎসাহ।

দলগত কাজে এখানে একজন চাকরিজীবী পান দেখে শেখার সুযোগ, ভালো কাজে আকর্ষনীয় পুরষ্কার ও যথাযথ দিকনির্দেশনা। তাই, টেলিটকে চাকরি নিঃসন্দেহে একটি চমৎকার সুযোগ হতে পারে আপনার জন্য।