বিনামূল্যে অনলাইন ক্লাসের FAQ

টেলিটক সংযোগ ব্যবহার করে ফ্রি অনলাইন ক্লাস বিষয়ক FAQ

উত্তরঃ BdREN Platform এর আওতাধীন সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ ফ্রি অনলাইন ক্লাস করার  সুবিধা পাবেন।

উত্তরঃ BdREN Platform এর আওতায়, Zoom App এর মাধ্যমে টেলিটক সিম ব্যবহারকারী শিক্ষারর্থীগণ ফ্রি অনলাইন ক্লাস সুবিধা উপভোগ করতে পারবেন।

উত্তরঃ Zoom App এর মাধ্যমে ফ্রি অনলাইন ক্লাস সুবিধা উপভোগ করার সময় PC তে Zoom App এর বাম দিকে একটা আইকন (i) দেখা যাবে। স্মার্ট ফোনের ক্ষেত্রে Zoom আইকনে ক্লিক করলে দেখা যাবে ।

উত্তরঃ BdREN Platform-এ Log in করার পর ফ্রি অনলাইন ক্লাস করার সুবিধা উপভোগ করা যাবে। তবে Log in করার পূর্বে Internet browse করার জন্য নূন্যতম ডাটা থাকতে হবে নতুবা PAY-PER-USE চার্জ প্রযোজ্য হবে।

 উত্তরঃ BdREN Platform-এ ক্লাস করার জন্য কোনো ডাটা চার্জ হবে না কিন্তু  ক্লাস করার  সময়ে  Zoom (BdREN Platform)  ছাড়া অন্য যে কোনো সাইট ব্রাউজ করলে ডাটা চার্জ হবে।

উত্তরঃ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বিষয় সংশ্লিষ্ট সম্মানিত শিক্ষকগণের কাছ থেকে Zoom Class এর লিংক পাওয়া যাবে।