কল ফরওয়ার্ডিং/ডাইভার্ট
কল ফরওয়ার্ডিং/ডাইভার্ট

টেলিটকে চাইলে আপনি  আপনার নম্বরটিকে ডাইভার্ট করে রাখতে পারেন যে কোনো মোবাইল কিংবা ল্যান্ডফোন নম্বরে। এতে, কোনো কারণে আপনার ফোনটি বন্ধ থাকলে বা নেটওয়ার্কের বাইরে থাকলে কিংবা আপনি না চাইলে ওই ফোনে আসা সব কল চলে যাবে ডাইভার্ট করা নম্বরটিতে। আপনার নম্বর ডাইভার্ট করতে হ্যান্ডসেটের কল ম্যানেজমেন্ট অপশনে যান এবং কল ফরওয়ার্ডিং চালু করে নিজের কিংবা অন্য ফোনে যে নম্বরে কল ডাইভার্ট করতে চান তা সেট করে দিন।