বন্ধ সিম অফার

বন্ধ সিম গ্রাহকদের জন্য বিশেষ অফারঃ


মূল্য (টাকা)

অফার

মেয়াদ

অ্যাক্টিবেশন কোড

১ জিবি

৭ দিন

*১১১*২০২৩*৯#

১০৯

১১৫ মিনিট+৬ জিবি

৩০ দিন

*১১১*২০২৩*৬#


উপযুক্ততা যাচাইঃ

গ্রাহক বন্ধ সিম অফারের আওতাভূক্ত কিনা তা জানার জন্য *১৫৫* কাঙ্খিত মোবাইল নম্বর# ডায়াল করতে হবে। ডায়াল পরবর্তী পর্যায়ে ফিরতি SMS-এ উক্ত অফারের জন্য গ্রাহক উপযুক্ত কিনা তা জানানো হবে।


অন্যান্য মোডালিটিঃ

১)  বন্ধ সিমটি পুনরায় চালু করার জন্য গ্রাহককে কমপক্ষে ১০ বা ততোধিক টাকা রিচার্জ করতে হবে।

২)  ১০/ততোধিক টাকা রিচার্জ পরবর্তী গ্রাহক বন্ধ সিমের জন্য প্রযোজ্য অফার সমূহের জন্য Eligible হবে এবং অফার গ্রহণ করার জন্য গ্রাহককে সংশ্লিষ্ট USSD Code ডায়াল করতে হবে।

৩)  গ্রাহক বন্ধ সিমের জন্য প্রযোজ্য প্রতিটি অফার মাত্র একবার গ্রহণ করতে পারবে। পরবর্তীতে গ্রাহক নিয়মিত অফারসমূহ বা অন্য কোনো বিশেষায়িত অফার গ্র্রহণ করবে।

৪)  অফার মূল্যে সম্পুরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ অন্তভুর্ক্ত।

৫)  মেয়াদ শেষে অব্যবহৃত ভয়েস ও ডাটা ডাটা ক্যারিফরওয়ার্ড হবে না।