টেলিটক আগামী সিম বিক্রির জন্য নয়–এটি অনলাইনে নাম নিবন্ধনের মাধ্যমে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বিতরন করা হবে।
স্টার্ট আপ বোনাসঃ সিম এক্টিভেশনের পর ১০০ টাকা রিচার্জে থাকছে ৩০ দিন মেয়াদে- ফ্রি ১০০ মিনিট টকটাইম, ফ্রি ৫ জিবি ডাটা এবং ফ্রি ১০০ এস এম এস। রিচার্জকৃত ১০০ টাকা গ্রাহকের মূল ব্যালেন্সে যোগ হবে।
সিম এক্টিভেট করার পর স্টার্ট আপ বোনাসটি কেবল একবারেই পাওয়া যাবে।
গ্রাহকের ইন্টারনেট ব্যালেন্স শেষ হবার পর পে-পার-ইউজ রেট প্রযোজ্য হবে। পে পার ইউজ রেট- ১৫ কেবি/ ১ পয়সা (সর্বোচ্চ ৫ টাকা) ।
এস এম এস এর মাধ্যমে আগামী সিমের রেজিস্ট্রেশন
এস এম এস এর মাধ্যমে আগামী সিমের রেজিস্ট্রেশন করুন যেকোনো টেলিটক নাম্বার থেকে টাইপ করুন: AGAMI_SSCBoard(First 03 letters)_SSCRoll_SSCYear_ContactNo এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।